BY- Aajtak Bangla

কাঁচা জিরে ছিটিয়ে মশলা আলুর তরকারি, রেসিপিটা শিখে নিন

BY- Aajtak Bangla

08 November, 2024

আজ গোটা জিরে ও আলু দিয়ে একটি সহজ তরকারির রেসিপি পাবেন। 

থুব চটজলদি এটি বানিয়ে ফেলা যায়। লুচি বা রুটির ময়দা মাখতে মাখতেই বানিয়ে ফেলতে পারবেন।

প্রথমে আলু ছোট করে কেটে নিন। তারপর ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

এটি প্রেসার কুকারে রান্না করলে সবচেয়ে দ্রুত হবে। তবে কড়াইতেও করতে পারেন। 

সর্ষের তেল হালকা গরম করুন। এবার তাতে বেশ খানিকটা গোটা সাদা জিরে দিন। সাধারণ তরকারির থেকে কিছুটা বেশিই দেবেন। 

এরপর বীজ ফেলে দেওয়া গোটা শুকনো লঙ্কা দিন। কেটে রাখা আলু ঢেলে দিন।

এরপর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও বেশ খানিকটা জিরে গুঁড়ো দিন। মশলা দেওয়ার পর আলু নাড়াচাড়া করুন। একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন।

এরপর মিহি করে কুঁচিয়ে রাখা টমেটো দিন। টমেটো না থাকলে ১ চামচ ভিনিগারও দিতে পারেন

আন্দাজ মতো নুন মিষ্টি দিন। এরপর জল দিন। তরকারি ঝোল-ঝোল না শুকনো চাইছেন, তার উপর জলের পরিমাণ নির্ভর করছে। 

এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটি সিটি। ব্যাস! আপনার জিরে আলু তৈরি।

উপরে একটু ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন। রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে জমে যাবে।