BY- Aajtak Bangla
07 October, 2024
উপকরণ: ভেটকি/কাতলা মাছ, ১ কাপ নারকেলের দুধ, ১টি পেঁয়াজ কুঁচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১/২ চা চামচ গোটা জিরে, ২টি সবুজ কাঁচা লঙ্কা, ৫-৬ টি কারিপাতা, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/৪ চা চামচ সাদা গোল মরিচ গুঁড়ো, ১টি টমেটো টুকরো করে কাটা, স্বাদমতো নুন, সাদা তেল, হলুদ গুঁড়ো, নুন।
কাতলা বা ভেটকি মাছ দিয়ে করতে পারেন। কাঁটা কম এমন মাছ দিয়েই এটি ভাল হয়।
মাছের পিসগুলি হাল্কা করে ভেজে নিন। খুব বেশি লাল করে ভাজবেন না।
মাছের পিসগুলি তুলে রাখুন। এবার কড়াতে আরও কিছুটা সাদা তেল গরম করুন।
তেলে জিরে, কাঁচা লঙ্কা ও কারিপাতা(অপশনাল) ফোড়ন দিন।
পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট হালকা ভেজে নিন। এরপর আদা-রসুনের পেস্ট দিয়ে আরও ১ মিনিট রান্না করুন।
১ কাপ নারকেলের দুধ এবং গোল মরিচ গুঁড়ো দিন। আঁচ কমিয়ে রাখবেন।
এরপর মাছের টুকরা গুলি দিয়ে দিন। নুন দিন। পাত্র ঢেকে রাখুন। ৫-৬ মিনিটের হাল্কা ফুটতে দিন।
মাছ রান্না হয়ে এলে উপর থেকে নারকেলের দুধ দিন। এর গ্রেভি ঘন-ঘন হবে। তাই জল কম দেবেন।
মাঝারি আঁচে রান্না করুন। এবার গ্যাস নিভিয়ে দিন। মিহি করে কুচানো টমেটো দিয়ে চাপা দিয়ে দিন। ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিন।