2 June,, 2024
BY- Aajtak Bangla
আমরা সবাই নিয়মিত কলা খাই। তবে এর খোসা আমরা সাধারণভাবে ফেলে দিই। তবে এটা ফেলে দেওয়া উচিত নয়।
কারণ এর থেকে সার তৈরি করা যায়, কিন্তু জানেন কি কলার খোসা থেকেও তরল সার তৈরি করা যায়।
কলার খোসায় পটাসিয়াম পাওয়া যায়, যা গাছের বৃদ্ধির জন্য খুবই সহায়ক। কীভাবে কলার খোসা থেকে তরল সার তৈরি হয়।
কলার খোসা থেকে তরল সার তৈরি করতে খোসা ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে এক সপ্তাহ রেখে দিন।
এক সপ্তাহ পর কলার খোসা আলাদা করে জল ফিল্টার করে অন্য পাত্রে ভরে নিন।
তারপরে এই জলটি ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করে, ফিল্টার করুন। এরপর একটি স্প্রে বোতলে ভরে নিন।
এবার এই তরলটি গাছ ও গাছে স্প্রে করুন। এই সার গাছগুলিকে তাপ থেকেও রক্ষা করবে।
তাই ঘরের গাছগুলো সতেজ রাখতে এই সার দারুণ কাজ করবে।