6 December, 2023
BY- Aajtak Bangla
ঘূর্ণিঝড়ের সৌজন্যে জমিয়ে ঠান্ডা পড়েছে। সেই সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি।
আহা, এমন দিনেই তো প্রেম জমে হয় ক্ষীর। খালি দরকার একটা পার্টনার।
গবেষণাও বলছে, এমন দিনেই প্রেম জমে ওঠে। মনোজগতে ওঠে ঝড়।
এমন ঠান্ডায় প্রেমের উদযাপনে রইল ৫ টিপস।
চেনা পরিবেশে প্রেম করবেন না। বরং বাড়ির ভিন্ন জায়গা বেছে নিন।
অন্য় জায়গা না থাকলে প্রেমের জন্য সাজিয়ে নিন ঘর। মোমবাতিও জ্বালান।
গহীন রাতে ব্যালকনিতেও শুরু করতে পারেন ব্যারিকেড ভাঙা।
উপভোগ করুন সঙ্গীর সাহচর্য। বৃষ্টির সোঁদা গন্ধের ঘ্রাণ নিন।
পোশাক খুব গুরুত্বপূর্ণ। বেছে নিন পছন্দের পোশাক। দুষ্টু পোশাকও বাছতে পারেন।
রেড ওয়াইন খেতে পারেন। তা বাড়ায় অক্সিটোসিন হরমোন। তা মনকে খুশি রাখে। উদ্যম বাড়ায়।