BY- Aajtak Bangla
20th August 2024
রাতে ডিনারের পরও অনেক সময়ই মাঝরাতে খিদে পেয়ে যায়।
আর সেই সময় কী খাবেন অনেকেই ভেবে পান না।
তখন এমন কিছু খাবারের দরকার হয় যা পেট ও মন দুটোকেই শান্তি করবে।
আর সেইরকম খিদের জন্য ম্যাগির চেয়ে ভাল বিকল্প আর কিছুই নেই।
ম্যাগি বানাতেও লাগে মাত্র ২ মিনিট। তাহলে কী রাতে খিদে পেলে ম্যাগি বানিয়ে নিন।
উপকরণ ম্যাগি, গোলমরিচ ও সামান্য নুন।
পদ্ধতি সসপ্যানে জল গরম করুন। জল ফুটে গেলে এতে প্যাকেট থেকে ম্যাগি বের করে দিন।
ম্যাগি সেদ্ধ হলে এতে গোলমরিচ ও সামান্য নুন দিয়ে দিন। শেষে ম্যাগি মশালা দিয়ে মিশিয়ে নিন।
প্লেটে নামিয়ে নিন গরম গরম ম্যাগি। রাতের খিদে মেটানোর এর চেয়ে ভাল খাবার আর হতেই পারে না।