20 March, 2024
BY- Aajtak Bangla
অর্থ উপার্জন করা মোটেই সহজ নয়, তবে একবার যদি এর উপায় জেনে যান, টাকার পিছনে আপনি নয়, টাকা আপনার পিছনে ছুটবে।
রণবীর আলাহাবাদিয়া, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর থেকে ইউটিউব ক্রিয়েটার পুরস্কার অর্জন করেছেন।
তিনি একজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।
জিরো থেকে হিরো কীকরে হতে হয় তা তাঁর পডকাস্ট থেকেই শেখা যায়।
যে কোনও কেরিয়ারেই ৪ বার্নার থিওরি মাথায় রাখার কথা বলেছেন রণবীর আলাহাবাদিয়া।
তিনি বলেন, স্বাস্থ্য, পরিবার, বন্ধু এবং কেরিয়ার--এর সঠিক ব্যালেন্স হলে তবেই অর্থের পিছনে দৌড়তে পারবেন।
এর মধ্যে প্রত্যেকটা বয়সে যেকোনও একটি বার্নার থাকবে না। যখন পড়াশুনা করবেন কেরিয়ার থাকবে না। যারা সফল হন তারা কাজের সময় বন্ধু, পরিবার সবকিছু ভুলে কাজ করেন।
আবার যখন পরিবার ও বন্ধুকে সময় দেন তখন কাজের কথা ভুলেও ভাবেন না। এই সমতা জীবনে গুরুত্বপূর্ণ।
নিজের সময় বাঁচানোর জন্য সবসময় কাজ ভাগ করে করুন। যদি বাইরের কাজ করে বাড়ির কাজ করতে হয়। তবে বাড়ির কাজে সকলের মধ্যে কাজ ভাগ করে দিন।
নিজেকে প্রতিদিন পরিবর্তন করুন। নিজেকে বাইরে থেকেও চকচকে করার চেষ্টা করুন। তাই বলে এই নয় যে সারাদিন রূপচর্চা করতে হবে। নিজে তা তারমধ্যএ গুছিয়ে রাখুন। পরিষ্কার জামা পরুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
কাজের জায়গায় সকলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন। কখনও তাদের থেকে ফায়দা খুঁজতে যাবেন না।
নিজেকে কখনও কারওর মতো তৈরি করতে যাবেন না, আপনি যেমন সেভাবে নিজেকে মেলে ধরুন। কাউকে ছোট করবেন না। সকলকে সমান সম্মান দিন।