BY- Aajtak Bangla
14 MARCH, 2025
বর্ষাকালে ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার ভয় বেড়ে যায় খুব।
বিভিন্ন উপায়ে মশা তাড়ানো যেতে পারে। কিন্তু আজকাল বাজারে কিনতে পাওয়া মশা মারার তেল বেশি ব্যবহার করা হয়।
কিন্তু প্রত্যেকবার রিফিল কিনতে খরচ অনেক বেশি হয়ে যায়।
বাড়িতেই কিন্তু খুব সহজেই বানাতে পারেন মশা মারার তেল। জেনে নিন সেই উপায়।
উপায় ১ প্রথমে একটি খালি রিফিলের বোতলে ২ চামচ নিম তেল দিয়ে দিতে হবে। কয়েকটি কর্পূরের টুকরো পিষে মেশাতে হবে।
চাইলে একটু নারকেল তেলও দেওয়া যেতে পারে। এবার বোতলটিকে মেশিনে লাগিয়ে ব্যবহার করতে পারেন।
উপায় ২ প্রথমে তারপিন তেল নিতে হবে এবং কয়েকটি কর্পূরের টুকরো পিষে লিকুইড মস্কিউটো রিফিলের বোতলে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মশা তাড়াতে সাহায্য করবে।
এছাড়া মশা থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় আরও আছে।
- বাড়ির আশেপাশে যাতে জল না জমে সেটা খেয়াল রাখতে হবে। - যদি কোন নালি বা সেপ্টিক ট্যাঙ্ক খোলা থাকে সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে।
- কখনো কখনো পুরনো টায়ারে জল জমে থাকলে সেখানে মশা বাসা বাঁধে। - ডেঙ্গি মশা পরিষ্কার জলে জন্মায়। তাই কুলারের জল সপ্তাহে ২ বার করে পরিষ্কার করা উচিত।