7 October, 2023
BY- Aajtak Bangla
মুখে ব্রণ, বলিরেখা, তৈলাক্তভাব থাকা একদম ভালো দেখায় না। বিশেষ করে পুজোর মরশুমে।
অনেকে দামি পার্লারে যান মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু বাড়িতেই একটি উপায়ে মুখের সৌন্দর্যতা বাড়ানো যেতে পারে।
মুলতানি মাটি বিখ্যাত ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য। মুলতানি মাটির সঙ্গে লেবুর রস মিশিয়ে সেটা ত্বকে প্রয়োগ করলে ত্বকের ব্রণ, বলিরেখা, তৈলাক্তভাব দূর হবে।
ডিমের সাদা অংশের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে সেই ফেস প্যাক ত্বকে ব্যবহার করতে পারেন।
মুলতানি মাটির সঙ্গে বাদাম ও দুধ মিশিয়ে সেই ফেস প্যাক ত্বকে ব্যবহার করলে ত্বক কোমল হবে।
মুলতানি মাটি ও পুদিনা পাতা মিশিয়ে সেই ফেস প্যাক ত্বকে ব্যবহার করলে ত্বক ভালো থাকবে।
ত্বকে ট্যান পড়লে মুলতানি মাটি, টমেটো বাটা ও দইয়ের ফেস প্যাক লাগালে ত্বকের ট্যান উঠে যায়।
আরও একটি ফেস প্যাক বানাতে পারেন সেটা চন্দন ও মুলতানি মাটি দিয়ে।
যাঁদের ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব আছে তাঁরা মুলতানি মাটি ও গোলাপ জলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন।