26 AUG, 2023
BY- Aajtak Bangla
ত্বকের যত্ন না নিলে তা নষ্ট হতে থাকে। এমনিতেই রোদ, দূষণ অনেক বেড়ে গিয়েছে। কাজের প্রয়োজনে মানুষকে রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়।
চিটচিটে ঘাম-আবহাওয়াতে মুখ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সানস্ক্রিন মেখে বেরোলেও তার উপর ময়লার পরত জমে যায়।
শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই যে সেই ময়লা বেরিয়ে যায় এমনটা একেবারেই নয়। আবার অনেকেই আছেন যাঁরা রাতে বাড়ি ফিরে এতটই ক্লান্ত থাকেন যে ভাল করে মুখ ধোওয়ার সুযোগও পান না।
দিনের পর দিন এমন অত্যাচার চলতে থাকলে মুখ কালো হয়ে যায়, চামড়া কুঁচকে যায়। সেই সঙ্গে ত্বকে বয়সের ছাপও পড়ে।
যে কারণে প্রথম থেকেই ত্বকের যত্ন দিন। বেশি কেমিক্যাল ব্যবহার না করে বাড়িতেই বানিয়ে নিন যৎসামান্য ঘরোয়া উপকরণে। দারুণ কাজ হবে।
ঘরোয়া কৌশলে বানিয়ে নেওয়া এই সাবান রোজ নিয়ম করে মুখে লাগালে ত্বকের হাল ফিরবেই। এমনকী মুখ ছাড়া যেখানে লাগাবেন সেখানকারই ত্বকের রং ফর্সা হবে।
শসা একটু কেটে নিয়ে খোসা সমেতই ছোট টুকরো করে নিন। আলুও খোসা ছাড়িয়ে অল্প পরিমাণে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
মিক্সিং জারে আলু-শশা নিয়ে হাফ গ্লাস কাঁচা দুধ মিশিয়ে বেটে নিতে হবে। পুরো মিশ্রণটা ভাল করে ছেঁকে নিয়ে দু চামচ চালগুঁড়ো আর বেসন মিশিয়ে নিতে হবে।
এবার তা ভাল করে গুলে নিতে হবে। মিশ্রণের মধ্যে হাফ চামচ বেকিং সোডা মেশান। যা শরীরের সব ময়লা তুলে দিতে সাহায্য করে সঙ্গে গ্লো আনে।
বেকিং সোডা মিশিয়ে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। পাতিলেবুর রস মেশালে বেশ ফেনাও হবে সাবানের মতো। তৈরি প্রাকৃতিক সাবান।