13 April, 2024
BY- Aajtak Bangla
অল্প বয়সে অনেকে পাকা চুলের সমস্যায় ভোগেন। চুলে অত্যধিক কেমিক্যাল দিলে চুল অকালে পাকে।
পাকা চুলকে রং করুন প্রাকৃতিক উপাদান দিয়েই। সর্ষের তেলেই চুল হবে কুচকুচে কালো।
সর্ষের তেলে আছে ওমেগা ৩ এবং ৬ ফ্যাটি অ্যাসিড। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে।
৩-৪ চামচ সর্ষের তেল নিন। একটি প্যানে তেল ঢেলে গ্যাসে গরম করুন।
এবার তেলে ২ চা চামচ হলুদ মিশিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন।
ভালো করে গরম করার পর একটি পাত্রে তেল ঢেলে কিছুটা ঠান্ডা হতে দিন।
এবার হলুদ ও তেলের মিশ্রণে ১টি ভিটামিন-ই ক্যাপসুল দিন।
এই মিশ্রণ চুলে ভালো করে লাগান। প্রায় ২ ঘন্টা তেলের মতো লাগিয়ে রাখুন।
তারপর জল বা হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত দুবার চুলে লাগান। কয়েকদিনের মধ্যেই আপনার চুল কালো হবে।