24 April,, 2024

BY- Aajtak Bangla

ফেলে দেওয়া ছোবড়া দিয়ে বানান সার, হু হু করে বাড়বে ফলন

যখন নারকেল ছাড়ানো হয় তখন আমরা সকলেই নারকেলের খোসা ফেলে দিয়ে থাকি।

কিন্তু নারকেলের খোসা দিয়ে তৈরি করা যায় জৈব সার। যা গাছেদের জন্য ভীষণ উপকারি।

নারকেলের খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, তামা দস্তার মতন পুষ্টি উপাদান।

জেনে নিন, কীভাবে তৈরি করবেন নারকেলের খোসা থেকে জৈব সার।

প্রথমে নারকেলের খোসা ছাড়িয়ে ভালো করে ভেঙে মিহি করে পিষে নিন।

তারপর নারকেলের খোসার মধ্যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন।

এতে মিহি করে পিষে রাখা খোসা গুলি জলে কম্পোষ্ট হওয়া শুরু করবে।

এবার কম্পোষ্ট হয়ে গেলে খোসাগুলি বের করে রোদে ভালো করে শুকিয়ে নিন।

ভাল করে শুকানোর পর একেবারে তৈরি নারকেলের খোসা দিয়ে তৈরি জৈব সার। এবার আপনি আপনার গাছে ব্যবহার করুন।