21 NOVEMBER 2025

BY- Aajtak Bangla

প্রেশারে হবে ঝরঝরে ভাত, শুধু এই রস ২ ফোঁটা ঢেলে দিন

প্রেশার কুকারে ভাত রান্না করছেন, কিন্তু ভাত ঢ্যালা পাকিয়ে যায়? তবে শিখুন কীভাবে ঝরঝরে হবে।

কিন্তু কুকারের একটাই সমস্যা, ভাত ঝরঝরে হতে চায় না।

কুকারে কটা সিটি দিতে হবে না বুঝলে চাল শক্ত হয়, নাহলে ভাত দলা পাকিয়ে যায়। ঝরঝরে কোনওদিনই হতে চায় না।

তবে এই ট্রিক জানলে তাও হবে। ভাত ঝরঝরে তো হবেই, স্বাস্থ্যেরও ক্ষতি হবে না।

প্রেসার কুকারে ভাত তৈরি করার আগে চাল অন্তত আধ ঘণ্টা জলে ভাল করে ভিজিয়ে রাখতে হবে। 

আধ ঘণ্টা পর চাল ভাল করে ছেঁকে নিয়ে প্রেসার কুকারে চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত জল দিন। আগে জল দিয়ে তারপর ২ মিনিট চালটা বসিয়ে সিটি মারলে সুসিদ্ধ হবে। যদি এক বাটি ভাত বানাতে চান তবে তাতে দু'বাটি জল দিন।

এর মধ্যে অর্ধেক লেবুর রস এবং এক চা চামচ তেল দিন, এতে ভাত সাদা আর ঝরঝরে হবে।

প্রেসারে সময় মাঝারি আঁচে ভাত রান্না করুন, এতে ভাত ঠিকমতো সেদ্ধ হয়।