BY- Aajtak Bangla

রুটি আর শক্ত হবে না, নরম ফিনফিনে করার কায়দাটা জানুন

2 May  2025

রুটি খেতে অনেকেই পছন্দ করেন। সকাল বা রাতে অনেকেই রুটি খান।

রুটি

রুটি অনেকসময়ই শক্ত হয়। তাই এমন রুটি খেতে পছন্দ করেন না অনেকে।

শক্ত রুটি

আবার রুটি বেশিক্ষণ রেখে দিলে তা শক্ত হয়ে যায়। তবে আটা মাখার সময় এই টিপস মানলেই রুটি নরম হবে।

নরম করার টিপস

গরম জল দিয়ে আটা মাখলে রুটি নরম হবে।

গরম জল

আটার মণ্ড যেন নরম হয়। এতে লেচি কাটার সময় সুবিধা হবে।

আটার মণ্ড

রুটি পাতলা করে বেলতে হবে। মোটা করে বেলবেন না।

পাতলা

আটা মাখার পর তা ভিজে মসলিন কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এতে রুটি নরম হবে।

নরম রুটি হবে