12 AUGUST 2025
BY- Aajtak Bangla
'২ মাস আগে টিকিট কাটলেও পোর্টাল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সব টিকিট বুক হে যায়, একটু দেরি হলেই টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়।
অনেকে শেষদিন পর্যন্ত অপেক্ষা করেন এই আশায় ট্রেনের টিকিট কনফার্ম হবে।
তাই যারা জানেন না তারা জেনে রাখুন ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকলে কত নম্বরে নাম থাকলে কনফার্ম হবেই আর কাদের হবে না।
এই ধারণা থাকলে অন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে পারেন।
ওয়েটিং লিস্টে থাকা টিকিট আদৌ কনফার্ম হবে কিনা সেই ট্রিক জানেন রেলকর্মীরা। এই ফর্মুলা মানলে বুঝতে সুবিধা হবে।
দু'টি উপায়ে টিকিট কনফার্ম করা যায়। একটি সাধারণ পদ্ধতি, অন্যটি জরুরি কোটা।
ট্রেনের সিট রিজার্ভেশনের মধ্যে কিছু সিট আজকাল দালালরা কেটে রাখেন। তবে জেনে রাখুন, কেটে রাখা টিকিটের গড়ে ২১% যাত্রী তা বাতিল করে দেন।
এর স্লিপার কোচের ৭১টি সিটের মধ্যে গড়ে ১৪টি সিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে।
এমনকি ট্রেনের টিকিট কাটার পরেও যান না গড়ে ৪-৫ শতাংশ যাত্রী।
ধরুন, ১০টি কোচ আছে। তাতে ১৮টি করে সিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এই নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্টে ১৮০ নম্বর পর্যন্ত টিকিট কনফার্ম হতে পারে।
এসি হোক বা ফার্স্ট ক্লাস একই নিয়ম প্রযোজ্য।