23 March, 2025

BY- Aajtak Bangla

বিয়ের পর কর্মক্ষেত্রে কেমন সেজে যাবেন? জেনে নিন বাঙালি বউরা

বাঙালি বিয়ের একটা আলাদা মাধুর্য রয়েছে। বিশেষ করে মেয়েদের কাছে বিয়ে মানেই নতুন জীবনের শুরু।

বাঙালি বিয়ে

মেয়েদেক সিঁথিতে সিঁদুর উঠলেই তাঁদের গোটা রূপটাও বদলে যায়। যে কোনও মেয়েকেই বিয়ের পর একটু বেশি সুন্দর দেখায়।

বাঙালি নববধূ

বিয়ের পর সব মেয়েদের জীবনই আমূল বদলে যায়। নতুন দায়িত্ব, নতুন পরিবার সবকিছু।

জীবন বদল

বিয়ের আগে মেয়েরা যেমন সাজগোছ করতেন বিয়ের পরপর সেই সাজগোছ বেশ বদলে যায়।

সাজগোছ

এখন প্রায় সব মেয়েরাই চাকরি করেন। তাই বিয়ের পর কর্মক্ষেত্রে কেমন ভাবে সেজে যাবেন জেনে নিন।

কেমন সাজবেন

বিয়ের পর মেয়েরা যদি কিছুদিন শাড়ি পরেন তাহলে দেখতে ভালই লাগে। সেক্ষেত্রে লাল রঙের ঢাকাই বা হ্যান্ডলুম শাড়ি পরতে পারেন। যদি একান্তই সমস্যা হয় তাহলে লাল বা একটু গাঢ় রঙের সালোয়ার কামিজও পরতে পারেন। সৌজন্যে: তিথি দত্তের ইনস্টাগ্রাম

লাল বা একটু গাঢ় রঙের পোশাক

একটু হালকা গয়না পরাই যায়। ছোট সোনার চেইন, ছোট্ট কানের টপ আর হাতে তো শাঁখা-পলা আর সোনা বাঁধানো লোহা থাকেই। এতেই সুন্দর দেখাবে।

গয়না

হালকা মেকআপ করবেন। এতে অসুবিধে নেই। কাজল ও লিপস্টিক পরুন এবং একটু চওড়া বা বেশি করে সিঁদুর পরুন। এতে সুন্দর তো লাগবেই অফিসের সহকর্মীরাও আপনার প্রশংসা করবে।

মেকআপ