14 July, 2024
BY- Aajtak Bangla
অল্প বয়সেই চুল যাচ্ছে পেকে? এই টোটকায় কালো হবে, করুন আজ থেকে
বয়সের সঙ্গে শরীরে মেলানিনের অভাবে পেকে যায় চুল। পুষ্টিকর খাবারও জরুরি।
সময়ের আগে যদি চুল পাকে, তাহলে বেশ চিন্তাজনক ব্যাপার। বাঁচার উপায় -
১. আমলা, গুড়হাল ফুল ও তিলে, নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
২. পেঁয়াজের রস দিয়ে ম্যাসাজ করুন, অনেক বেশি লাভবান।
৩. মেহেন্দি ও মেথির পেস্ট বানিয় নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
৪. অনেক সময় পুষ্টিকর খাবারের অভাবে এই সমস্যা দেখা দেয়। পুষ্টিকর খাবার খান।
৫. নিয়মিত চুলে তেল লাগান। নারকেল তেল লাগলে অনেক লাভ।
চুল পেকে যাওয়া থেকে বাঁচতে এই রামবাণ পদ্ধতিগুলি প্রয়োগ করুন।
নিশ্চিত ভাবে উপকারী সিদ্ধ হবে। পাবেন অনেক লাভ। হ্যান্ডসাম হওয়ার সহজ উপায়।
Related Stories
আগে নাকি পরে, আলু ভাজায় ঠিক কখন নুন দেবেন?
কোথায় টাটকা মিষ্টি দই পাওয়া যায়? রইল সেরা দোকানের হদিশ
এই মেয়েরা আলফা, ছেলেদের গোলাম বানায়!
সন্তান অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করছে? না বকে এভাবে ঠান্ডা করুন