BY- Aajtak Bangla
29 June, 2024
আধুনিক লাইফস্টাইলে মানুষের চুল অল্প বয়সেই ধূসর হয়ে যাচ্ছে। যা বয়সের তুলনায় অনেক বেশি বুড়োটে দেখায়।
সাদা চুল কালো করার জন্য অনেক ধরনের প্রতিকার গ্রহণ করা যেতে পারে। তবে তা প্রাকৃতিক উপায়েই সম্ভব।
তিলের তেল নিয়মিত লাগালে চুল কালো করা যায়। তিলের তেলে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা চুল কালো করতে সাহায্য করে।
চুল কালো করতে তিলের তেলের সঙ্গে মেহেন্দি মিশিয়ে লাগাতে পারেন। এটি একটি প্রাকৃতিক পদ্ধতি, যা চুল কালো করতে সাহায্য করতে পারে।
এক কাপ তিলের তেল গরম করে নিন।
গরম তেলে এক চামচ মেহেন্দি পাউডার বা মেহেন্দি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি চুলে লাগিয়ে ম্যাসাজ করুন।
মিশ্রণটি সারারাত রেখে সকালে চুল ধুয়ে ফেলুন।
চুল কালো করতেও কারি পাতা ব্যবহার করতে পারেন। তিলের তেলের সঙ্গে কারি পাতা মিশিয়ে লাগালে চুল কালো হতে পারে।
এই প্রতিকারটি নিয়মিত করলে চুল ধীরে ধীরে কালো ও স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে।