26 March,, 2023

BY- Aajtak Bangla

বড় হয়ে শ্রীকৃষ্ণের মতো চতুর ও নেতা হবে সন্তান, শেখান এই ৮ গুণ

শ্রীকৃষ্ণের মতো বুদ্ধিমান ও কৌশলী সন্তান চান অনেকেই। 

কিন্তু সন্তানকে বুদ্ধিমান তৈরি করতে গেলে ছোট থেকে মা-বাবাদের কয়েকটি জিনিসে মন দিতে হবে। 

সঠিক পথে হাঁটা- সারা জীবন সত্য ও ধর্মের পথ অনুসরণ করেছেন শ্রী কৃষ্ণ। কখনও সত্যের পথ ছাড়েননি।

নেতৃত্ব- সততা, অন্যকে সম্মান, ছোটদের রক্ষা- এই সব গুণই নেতা তৈরি করবে। এই ধরনের মানুষের কথাই বাকিরা শোনে।

অন্যদের সম্মান- বিষ্ণুর অবতার কৃষ্ণ। ছোটদের প্রতি খুব স্নেহশীল। বড়দের সম্মান করতেন। বিন্দুমাত্র গর্ববোধ ছিল আপনার সন্তানকে সকলকে সম্মান করতে শেখান।

মানসিকভাবে শক্তিশালী- মথুরা থেকে দ্বারকায় গিয়েছিলেন কৃষ্ণ। কোনও পরিস্থিতিতেই হার মানেননি। এই জেদ সন্তানের মধ্যে তৈরি করুন।  

দৃঢ়সংকল্প- মনকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সন্তানকেও লক্ষ্যের প্রতি দৃঢ়সংকল্প করুন। 

ধৈর্য্য ধরা- চট করে কিছু মেলে না। অপেক্ষা করত হয়। সাফল্যের জন্য ধৈর্য্য ধরা দরকার। এটাও শিশুর মাথায় ঢোকান। 

শেখার ইচ্ছা- শ্রীকৃষ্ণ ঋষি সন্দিপনীর কাছে শিক্ষা নিয়েছিলেন। তাই সন্তানকে নানা বিষয় শেখার। কৌতূহল তৈরি করুন।

সন্তানের জ্ঞানের পরিধি বাড়লেই সে জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে উঠবে। তাই পড়াশোনায় মনোযোগ জরুরি।