31 JANUARY, 2025
BY- Aajtak Bangla
সন্তান মানুষ করা একেবারেই সহজ কাজ নয়। বাবা-মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সন্তানকে মানুষের মতো মানুষ করতে তুলতে গেলে মেনে চলুন এই ৯ টিপস।
ছোটখাটো বিষয় নিয়ে বকাবকি করা উচিত নয়। শিশুকে বুঝিয়ে বলুন। না হলে সে ভয় পাবে।
শিশুদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় দিতে হবে। চিন্তাভাবনা করার সুযোগ থাকলেই সে সৃজনশীল হবে। নিজের সমস্যা আপনাকে খুলে বলবে।
কারণে অকারণে শিশুর দোষ ধরতে যাবেন না। তাকে বুঝিয়ে বললেই কাজ হবে।
কখনও অন্যের সঙ্গে নিজের সন্তানের তুলনা করবেন না। তাতে ফল হিতে বিপরীত হতে পারে।
সন্তান বায়না করলেই তার আবদার পূরণ করবেন না। এতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সন্তান চাইলেই তার হাতে মোবাইল বা ট্যাবলেট তুলে দেবেন না। বরং মাঠে গিয়ে খেলতে উৎসাহ দিন।
সন্তান মানুষ করার ক্ষেত্রে ধৈর্য একটা বড় ব্যাপার। কারণ সন্তানরা মা-বাবাকে দেখেই শেখে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতার মোকাবিলা করা। ব্যর্থ হলেও তার চেষ্টার জন্য তারিফ করুন। সমালোচনা নয়, উৎসাহ দিন।
অনেকক্ষেত্রেই শিশুরা জেদ ধরে। তাদের ভালোবাসা দিয়েই বোঝান। তাতে ঠিক ও ভুলের ফারাক বুঝতে শিখবে।