04 january, 2025

BY- Aajtak Bangla

সন্তান হবে বাধ্য আর শান্ত হবেই, শুধু  এড়ান হবে এই ভুল 

বাচ্চাকে মানুষ করা সহজ নয়। সন্তানকে মানুষের মতো মানুষ করতে তুলতে গেলে ফলো করুন ৯ টিপস।

ছোটখাটো বিষয়ে বকবেন না। শিশুকে ব্যাখ্যা করার সময় দিন। নইলে সে ভয় পাবে।

 শিশুকে সিদ্ধান্ত নিতে দিন। তার চিন্তাভাবনা উন্মুক্ত হলে সে সৃজনশীল হবে। নিজের সমস্যা আপনার সঙ্গে শেয়ার করবে।

অকারণে সন্তানদের দোষ দেবেন না। তাকে বুঝিয়ে বলুন।

কখনও কারও সঙ্গে সন্তানের তুলনা করবেন না। হতে পারে আপনার অন্য কোনও বিষয়ে সেরা।

বাচ্চা যখনই চাইবে তখনই তার আবদার পূরণ করবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়ে।

গ্যাজেট এড়িয়ে চলুন। সন্তান চাইলেই মোবাইল বা ট্যাবলেট দেবেন না। তাকে মাঠে খেলতে উৎসাহিত করুন।

মা-বাবার ধৈর্য বেশি প্রয়োজন। মা-বাবাকে দেখেই শেখে শিশু। এই গুণগুলি তারা পায়। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সে।

শেখান কীভাবে জিততে হয়। কিন্তু ব্যর্থতার মোকাবিলাও শেখান। ব্যর্থ হলেও তার তারিফ করুন। উৎসাহিত করুন তাকে।

শিশুরা জেদ ধরলে ভালোবাসা দিয়ে বোঝান। তাকে ঠিক ও ভুলের ফারাক করতে শেখান।