7 June 23

BY- Aajtak Bangla

প্রথম ডেট? মধুর মুহূর্তকে স্মরণীয় করে তুলুন এভাবে

এখন সম্পর্কে জড়ানোর আগে সকলেই ডেটে যান। এই ডেট একে-অপরকে চেনা-জানার এক অত্যন্ত দরকারি মাধ্যম বলেই মনে করা হয়।

আর এই ডেটকে স্মরণীয় করে রাখতে কিছু সহজ টিপস মেনে চলুন। তাহলে ডেটে যাওয়ার মজা দ্বিগুণ হয়ে যেতে পারে।

আপনার প্রথম ডেট বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড হিসেবে। আর তাই আজ একে অপরের সঙ্গে কথা বলুন। সময় কাটান। ফোনে বেশি সময় নষ্ট করবেন না।

বাড়ি যাওয়ার খুব বেশি তাড়া দেখাবেন না। বাড়ি যাওয়ার খুব তাড়া এমনটা প্রথম দিন বলবেন না।

একসঙ্গে সেলফি নিন। ছবি তুলুন। একে-অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলুন।

অতীতের কোনও কথা এদিন না তোলাই ভাল। অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এনে এই দিনটি নষ্ট করবেন না।    

যে পোশাকে আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইরম পোশাক পরুন। ইমপ্রেস করার চক্করে এমন পোশাক পরবেন না যেটাতে আপনি সমস্যায় পরবেন।

নিজেদের সম্পর্ক নিয়ে আপনারা কী ভাবছেন, একে অন্যের সঙ্গে থাকতে পারবেন কিনা এ বিষয়ে কথা বলুন।

প্রথম ডেটের পর নিজেকেই প্রশ্ন করুন, আপনি সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো? প্রয়োজনে একসঙ্গে অনেকটা সময় কাটান।