12 MARCH 2025

BY- Aajtak Bangla

দুটো প্লাস্টিকের প্যাকেটই যথেষ্ট, গোটা ঘর মুছতে আর কাজের লোক লাগবে না

ঘর মোছা অনেক সহজ হয়ে যাবে। কাজের লোকও লাগবে না। শুধু বাড়িতে ২ টুকরো প্লাস্টিক থাকলেই হল।

বাড়িতে যত প্লাস্টিক পলিথিন আসে সেগুলি ব্যবহার করে খুব সহজে ঘর মুছতে পারেন।

তাই ঘর মোছার এমন নিনজা টেকনিক শিখে নিন যাতে একবারের জন্যও ঘর মুছলে হাত নষ্ট না হয়।

বাড়িতে পড়ে থাকা পলিথিন দিয়ে বানিয়ে নিতে পারেন কাজের জিনিস। আলাদা করে কিনতে হবে না। একটা প্লাস্টিকের পলিথিনেন দু'দিক থেকে কেটে নিন।

এবার তারওপর আপনার হাতটি ছড়িয়ে রাখুন। এবার এতটি পেন দিয়ে হাত বরাবর দাগ কেটে নিন।

এবার একটি টিনের কাঠি বা ছুরি গরম করে ওই কাটা দাগ বরাবর কেটে নিলে প্লাস্টিক জয়েন্ট হয়ে যাবে। দেখবেন হুবহু বাজারে কেনা একটা গ্লাভস তৈরি হয়ে গেছে।

এই গ্লাভস বানিয়ে নিলে যত খুশি ঘর মুছুন, একফোঁটাও হাত নষ্ট হবে না। 

সময় থাকলে কাজের লোক ছাড়িয়ে এই প্লাস্টিক পড়ে ঘর মুছুন, শরীরের মেদও ছড়বে। একেবারে ফিট থাকবেন।