4 April, 2024

BY- Aajtak Bangla

সন্তান কখনও অসফল হবে না, সুধা মূর্তির ৪ টিপস শিখুন মা-বাবা  

মানবিক উদ্বেগ এবং সামাজিক সমস্যাগুলি নিয়ে নিজের মতপ্রকাশ করেন সুধা মূর্তি।

সুধা মূর্তির ৪ টিপস নতুন মা-বাবারা মানলে শিশুদের আত্মবিশ্বাস এবং সাহসের অভাব না হয়। 

স্বপ্ন ত্যাগ না করা- সুধা মূর্তি বলছেন, কখনও আপনার স্বপ্ন ত্যাগ করা উচিত নয়। যতই কঠিন মনে হোক না কেন। পরিশ্রমেই স্বপ্নপূরণ হয়। 

স্বপ্নের পিছনে ধাওয়া করতে শিখলে সন্তানরা ব্যর্থতার ভয় পায় না। লক্ষ্যের প্রতি মনোযোগ দিতে পারে তারা। 

সর্বদা শিখতে থাকুন- সুধা মূর্তি বলছেন,জীবনে কখনও শেখা বন্ধ করা উচিত নয়। প্রতিনিয়ত শিখে চলতে হবে।

প্রযুক্তির সঙ্গে যত বেশি আপ টু ডেট থাকবেন,তত এগিয়ে যাবেন। মস্তিষ্ককে সজাগ থাকতে সাহায্য করে জ্ঞানার্জন।

ব্যর্থতাকে ভয় পাবেন না। আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আবারও চেষ্টা করা উচিত। 

ব্যর্থতা সাফল্যের পথে একটি ধাপ। শিশুরা ব্যর্থতা থেকে শিক্ষা নিলে জীবনে এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না।

অন্যকে গুরুত্ব দিন। শুধু নিজের কথা ভাবা ঠিক নয়। তাই অন্যের অনুভূতি এবং চাহিদাকে সম্মান করা গুরুত্বপূর্ণ। 

নিজের মধ্যে সীমাবদ্ধ মানুষ কখনোই বেশিদূর এগোতে পারে না। ছোটবেলা থেকেই শিশুদের অন্যের অনুভূতিকে সম্মান করতে শেখান।