BY- Aajtak Bangla

'বিয়ে করবে কবে?' গা জ্বালানো প্রশ্নে আত্মীয়দের মুখ বন্ধ করুন এভাবে

12 FEB 2025

বিয়ের মরশুম চলছে। বিয়েবাড়িতে গিয়ে অনেকেই এই সময় অস্বস্তিতে পড়ে যান।

অবিবাহিত যুবক-যুবতীদের প্রায়ই এই প্রশ্নের মুখে পড়তে হয় যে, কবে বিয়ে করছো?

বিয়ে কবে করবে, এই প্রশ্ন শুনে অনেকেই বিরক্ত বোধ করেন। কেউ রেগেও যান।

তবে আত্মীয়-পরিজনদের এমন প্রশ্নের মোক্ষম জবাব দিন এভাবে... .

বিয়ে করছো কবে, এই প্রশ্ন শুনে হেসে বলুন, 'খুব খুশি হলাম এটা জিজ্ঞাসা করলেন'। তারপরে নিজের সুন্দর জীবনের কথা বলুন।

প্রশ্নকর্তাকে বলুন, 'আরে, এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম'।

বিয়ে করছো না কেন প্রশ্নের জবাবে বলুন, 'আমিও তো ভাবছি, আপনি এখনও সংসার করছেন কেন'। ।  

লতে পারবেন, 'দারুণ প্রশ্ন, এই না হলে আপনি।'

পাল্টা বলুন, 'আমি বিয়ে করি বা না করি, তাতে তোমার কী সুখ ভাই'।