BY- Aajtak Bangla
4 APRIL,2025
বয়স বেড়ে যাওয়ার পরেও অনেকেই নানা কারণে বিয়ে করতে চান না। আবার বিয়ে করতে চাইলেও বিভিন্ন কারণে গাঁটছড়া বাঁধা হয়ে উঠছে না অনেকেরই।
ফলে বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিতজনদের কাছ থেকে ঘুরেফিরে শুনতে হয়, বিয়ে কখন করছেন?
অবিবাহিত যুবক-যুবতীদের প্রায়ই এই প্রশ্নের মুখে পড়তে হয় যে, কবে বিয়ে করছো?
বিয়ে কবে করবে, এই প্রশ্ন শুনে অনেকেই বিরক্ত বোধ করেন। কেউ রেগেও যান।
তবে আত্মীয়-পরিজনদের এমন প্রশ্নের মোক্ষম জবাব দিন এভাবে- .
বিয়ে করছো কবে, এই প্রশ্ন শুনে হেসে বলুন, 'খুব খুশি হলাম এটা জিজ্ঞাসা করলেন।' তারপরে নিজের সুন্দর জীবনের কথা বলুন।
প্রশ্নকর্তাকে বলুন, 'আরে, এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম।' ।
বিয়ে করছো না কেন প্রশ্নের জবাবে বলুন, 'আমিও তো ভাবছি, আপনি এখনও সংসার করছেন কেন।' ।
বলতে পারেন, 'দারুণ প্রশ্ন, এই না হলে আপনি।'
পাল্টা বলুন, 'আমি বিয়ে করি বা না করি, তাতে তোমার কী সুখ ভাই।'