BY- Aajtak Bangla

বিয়ে কবে? পরিচিতদের অতিষ্ঠ প্রশ্নের মোক্ষম জবাব জেনে রাখুন

4 APRIL,2025

বয়স বেড়ে যাওয়ার পরেও অনেকেই নানা কারণে বিয়ে করতে চান না। আবার বিয়ে করতে চাইলেও বিভিন্ন কারণে গাঁটছড়া বাঁধা হয়ে উঠছে না অনেকেরই। 

ফলে বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিতজনদের কাছ থেকে ঘুরেফিরে শুনতে হয়, বিয়ে কখন করছেন?

অবিবাহিত যুবক-যুবতীদের প্রায়ই এই প্রশ্নের মুখে পড়তে হয় যে, কবে বিয়ে করছো?

বিয়ে কবে করবে, এই প্রশ্ন শুনে অনেকেই বিরক্ত বোধ করেন। কেউ রেগেও যান।

তবে আত্মীয়-পরিজনদের এমন প্রশ্নের মোক্ষম জবাব দিন এভাবে- .

বিয়ে করছো কবে, এই প্রশ্ন শুনে হেসে বলুন, 'খুব খুশি হলাম এটা জিজ্ঞাসা করলেন।' তারপরে নিজের সুন্দর জীবনের কথা বলুন।

প্রশ্নকর্তাকে বলুন, 'আরে, এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম।'

বিয়ে করছো না কেন প্রশ্নের জবাবে বলুন, 'আমিও তো ভাবছি, আপনি এখনও সংসার করছেন কেন।' ।  

বলতে  পারেন, 'দারুণ প্রশ্ন, এই না হলে আপনি।'

পাল্টা বলুন, 'আমি বিয়ে করি বা না করি, তাতে তোমার কী সুখ ভাই।'