BY- Aajtak Bangla

থোকা থোকা বেগুন হবে ঘরের টবে, শুধু মেশান এই জিনিস

3 December 2024

নিয়মিত আমরা যেসব সবজি খাই, তার মধ্যে অন্যতম হল বেগুন।

 বিশেষজ্ঞদের মতে, বেগুন আমাদের শরীরের জন্য উপকারীও বটে।

ঘরের টবেই বেগুন ফলাতে পারবেন সহজে। শুধু জেনে নিতে হবে এই পদ্ধতি...

অনেকেই বাড়ির বাগানে বেগুন গাছ লাগান। তবে সেভাবে ফলন হয় না।

বিশেষজ্ঞদের মতে, বেগুন গাছের ডালপালা ছাঁটাই করে দিন। তাতে নতুন ফল ও ফল আসবে।

১৫-২০ দিন পর পর বেগুন গাছের গোড়ায় জৈব সার বা পটাশ ও ফসফেট সার দিতে পারেন।

বেগুন গাছে বেশি জল দেবেন না। বেশি জল দিলে ফলন খারাপ হয়।

বেগুন গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। 

বেগুন গাছে মাঝেমধ্যে রাসায়নিক সার ব্যবহার করুন। এতে পোকামাকড়ের উপদ্রব কমবে।