BY- Aajtak Bangla

শুধু এই গুঁড়ো দিন, ঘরে জবা ফুলের চাষ হবে

22 August 2024

হিন্দু ধর্মে জবা ফুলের আলাদা ভূমিকা রয়েছে। বিশেষ করে কালীপুজোয় জবা ফুল লাগে।

নিত্যদিনের পুজোয় জবা ফুল লাগেই। তাই বাজারে জবা ফুলের খুব চাহিদা থাকে।

অনেকে ঘরের টবেই জবা গাছ লাগান। তবে অনেকেই অভিযোগ করেন যে, টবে সেই ভাবে জবা ফোটে না।

তবে বিশেষ কিছু পদ্ধতি মেনে জবা ফুলের পরিচর্যা করলে বছরভর ফুল ফুটবে। জেনে নিন... . ।

জবা গাছের টবে দিন ১ চামচ শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল। এটা গাছের ভাল খাবার। এটা পেলে গাছ ফুলে-ফেঁপে উঠবে।

জবা গাছের টবে দিতে পারেন ১ চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এতেও সতেজ থাকবে গাছ।

কলার খোসা শুকিয়ে গুঁড়ো করুন। তার সঙ্গে মেশান পটাশ। তারপরে সেটা দিন গাছে। প্রচুর ফুল হবে।

আর হ্যাঁ, রোজ পরিমিত জল দিন গাছে। এতে বেড়ে উঠবে জবা গাছ।