BY- Aajtak Bangla
22 August 2024
পদ্মফুলকে জাতীয় ফুল বলা হয়। মূলত জলে হয় পদ্মফুল। তবে ঘরের টবেও পদ্মফুল লাগানো যায়। কীভাবে?
হিন্দু ধর্মে পদ্ম ফুলের গুরুত্ব রয়েছে। পুজোয় পদ্মফুল লাগেই।
ঘরের টবেও পদ্মফুল লাগানো যায়। ভাবছেন তো এ আবার কী করে সম্ভব! জেনে নিন টিপস...
১২ ইঞ্চি মাটির গ্লাসে টব বানান। সেই টবে পদ্মের চারাগাছ লাগান।
১:৮ অনুপাতে কম্পোস্ট আর মাটি মিশিয়ে ভাল করে জল দিয়ে মেখে ওই মিশ্রণে গাছ লাগালে প্রচুর ফুল হবে।
জৈব সার ব্যবহার করুন। এতে পদ্ম ফুলের গাছ ভাল ভাবে বাড়বে।
মাটির টব বা সেরামিকের পাত্রে পদ্ম ফোটানোর জন্য খোলা জায়গায় রাখুন।
প্লাস্টিকের টব হলে তার গায়ে চটের বস্তা কাদা মাটি মাখিয়ে জড়িয়ে নিন। এতে পদ্মফুল ভাল হবে।