18 October, 2023
BY- Aajtak Bangla
কেউ আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে ডেটে যেতে চায়। কিন্তু আপনার মনে তাঁর জন্য কিছুই নেই। অন্য দিকে সেই ব্যক্তি নিজেকে আপনার যোগ্য করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে বার বার কাউকে বারণ করলে তাঁর সম্মানহানী হয়। সেই ব্যক্তিকে কষ্ট না-দিয়ে ডেটিংয়ের জন্য বারণ করার বা তাঁর ভালোবাসা ফিরিয়ে দেওয়ার কৌশল জেনে রাখা ভালো।
অনলাইনে প্রপোজাল পেলেও, অনলাইনে বারণ করা ঠিক হবে না। আপনি যদি সেই ব্যক্তিকে চিনে থাকেন, তা হলে তাঁর সঙ্গে কোথাও দেখা করুন। বসে কথা বলুন। তাঁকে বোঝান, কেন আপনি তাঁর প্রেম নিবেদন স্বীকার করতে পারবেন না।
নিজের সমস্যা, বাধ্যবাধকতা সম্পর্কে খুলে বলুন তাঁকে। এর ফলে তিনি আপনাকে বুঝতে পারবে এবং আপনার প্রতি তাঁর মনে কোনও বিরূপ ভাবনাও জন্মাবে না। পরিবর্তে সেই ব্যক্তির চোখে আপনার প্রতি সম্মান বাড়বে।
কেউ যদি আপনার সঙ্গে ডেটে যেতে চায়, তাহলে তৃতীয় কোনও ব্যক্তিকে এ বিষয় না-জানিয়ে, তাঁর সঙ্গেই কথা বলুন। পাশাপাশি নিজের পরিস্থিতি সম্পর্কেও তাঁকে জানান।
আপনি যদি অন্য কাউকে ভালোবাসেন, তা হলে সততার সঙ্গে সেই কথা তাঁকে জানিয়ে দিন।
অনেকে আছেন, যাঁরা ডেটে যেতে না-চাইলে নানান বায়না করে বা অজুহাত দেখিয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়া চেষ্টা করেন। ফলে অপর ব্যক্তিটি সব সময় আপনার অপেক্ষায় দিন গোণে। এর ফলে তাঁর ব্যাকুলতা বাড়তে থাকে এবং ক্রমশই তাঁর মনে হতাশা জন্মায়।
কিন্তু পরিস্থিতি এড়িয়ে না-গিয়ে সেই ব্যক্তিকে সরাসরি জানিয়ে দিন যে, আপনি তাঁকে পছন্দ করেন না এবং তাঁর সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক নন। তাঁকে নিজের মনের কথা খুলে বললে সে আপনাকে বুঝবে এবং আপনাকে কখনও বিব্রত করবে না।
কেউ আপনাকে পছন্দ করলে বা ভালোবাসলে তাঁর আবেগ বোঝার চেষ্টা করুন। কোনও তৃতীয় ব্যক্তির সামনে তাঁকে নিয়ে ঠাট্টা তামাসা করবেন না বা তাঁর মনোভব ব্যক্ত করবেন না। এমন করলে সেই ব্যক্তিটি কষ্ট পেতে পারে।
তবে ডেটিংয়ের জন্য আপনার ওপর চাপ সৃষ্টি করে থাকলে আপনি তাঁকে দৃঢ় কণ্ঠে বারণ করে দিন।
কারও প্রেম নিবেদন স্বীকার না-করলে তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। সে আপনার বন্ধুত্বের প্রস্তাব স্বীকার না-ও করতে পারে। তাঁকে জানান যে, তাঁর মধ্যে কোনও ত্রুটি নেই, কিন্তু আপনিই এখন কোনও সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত নন।