19 JUNE, 2024

BY- Aajtak Bangla

এই ৩ কাজ না করলে AC-তে আগুন লেগে যাবে, সাবধান

দেশের অনেক শহরেই প্রচণ্ড গরম। এ থেকে মুক্তি পেতে অনেকেই এসি কিনছেন। তবে সম্প্রতি এসি অগ্নিকাণ্ডের অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে।

ফলে আপনিও কি ভয় পাচ্ছেন আপনার এসিতে আগুন লেগে যাওয়ার? এসি আগুনের সাধারণ কারণগুলি সম্পর্কে জানুন।

সম্প্রতি, নয়ডার আরেকটি একটি ফ্ল্যাটে একটি AC-তে আগুন লেগেছে। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শর্ট সার্কিট থেকে এসিতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের কারণ হতে পারে তার কেটে যাওয়া বা তার খোলা থাকাও এর কারণ হতে পারে।

অতএব, নিয়মিত আপনার এসি কর্ড পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ঘরে পোড়া তার ইত্যাদির গন্ধ আসলে তা অবহেলা করবেন না।

অনেক সময় ঝড় বা প্রবল হাওয়ার কারণে এসির তার আলগা হয়ে যায়। আবার কোনও ধারালো বস্তুতে আঘাত লাগলেও এই তারগুলো কেটে যায়।

কাটা বা আলগা তার আগুন লাগার কারণ হতে পারে। তাই ঝড়ের পর একবার এসির ওয়্যারিং চেক করুন।

এসি আগুনের অন্যান্য কারণও থাকতে পারে। এর মধ্যে ওভারলোডিং, ত্রুটিপূর্ণ উপাদান এবং নিয়মিত সার্ভিসিং না করা এর অন্যতম কারণ।

এসি বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিসে আগুন লাগলে প্রথমে এর পাওয়ার সাপ্লাই কেটে দিন। এর পর বালি ইত্যাদি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন।