19 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

কম বয়সে টাক? টিপস দিলেন শামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা সেই ডাক্তার  

চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে ছেলেদের মধ্যে। কম বয়সে মাথায় টাক পড়ে যাচ্ছে অনেকেরই।

এক সময় বেশি বয়সে অর্থাত্‍ মাঝ বয়সে টাক পড়ত। এখন যুবকদেরও টাক পড়ে যাচ্ছে।

চুল পড়ার জেরে অনেক পুরুষ এখন টাক মাথাকেই ফ্যাশন করে নিতে বাধ্য হয়েছেন।

কেন কম বয়সে চুল পড়ে যাচ্ছে পুরুষদের? আসুন জেনে নেওয়া যাক।

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি হেয়ার ট্র্যান্সপ্ল্যান্ট করিয়েছেন।

এলবিস যাদব, বনি কাপূরের মতো সেলেবদেরও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা সেই ডাক্তার কী বলছেন?

ডাক্তার অরিকা বনশল একটি পডকাস্টে বললেন, জিনগত কারণ ছাড়া আর কী কী কারণে ছেলেদের চুল পড়ে যায়।

আরিকার কথায়, 'পুরুষদের দ্রুত টাক পড়ার মূল কারণ জিনগত। ৮০ শতাংশ ক্ষেত্রে এটাই কারণ।

অর্থাত্‍ আপনার বাবা বা পূর্বপুরুষের টাক পড়ার প্রবণতা থাকলে আপনারও তাই ঘটবে।'

তিনি জানাচ্ছেন, ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। মহিলাদের ক্ষেত্রে অবশ্য তা জিনগত নয়। মূলত অস্বাস্থ্যকর ডায়েট ও মানসিক চাপই কারণ।