18 October, 2023

BY- Aajtak Bangla

নতুন জুতো পরেও  ফোস্কা পরবে না, যদি মানেন এই টিপস

পুজোয় নতুন জুতো পায়ে দিয়ে ঘুরতে কার না ভাল লাগে। নতুন পরাতেই আনন্দ।

এদিকে নতুন জুতো পরে প্যান্ডেল হপিং হয়ে ওঠে বেদনাদায়ক।

সেক্ষেত্রে কিছু টিপস যা আপনার পায়ে ফোস্কা পরা থেকে বাঁচাবে।

জুতোয় ভ্যাসলিন লাগিয়ে  সারা রাত রাখুন। 

পরের দিন সেই জুতো পরতে পারেন। এতে ফোস্কা পড়ার সম্ভাবনা কমে যাবে।

জুতো পরার আগে পায়ে নারকেল তেল মেখে নিন। 

নারকেল তেল মাখার অন্তত ১ ঘণ্টা পর জুতো পরুন।

পায়ে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

পায়ে যেখানে ফোস্কা পরতে পারে সেখানে আগে থেকে ব্যান্ডেড লাগিয়ে নিন।