21 JUNE 2025
BY- Aajtak Bangla
ফাংগাল ইনফেকশন শরীরের যে কোনও অংশে হতে পারে। বিশেষ করে হয় হাত-পায়ের আঙুলের ফাঁকে।
আর্দ্রতার জন্যই মূলত হয় এই দাদ-হাজা। জল জমে থাকে, মুছলেও পুরোটা পরিষ্কার হয় না।
হাত-পা শুকনো রাখুন। বর্ষার জল লাগিয়ে বাড়ি ফিরলে, গরম জলে অ্যান্টিসেপটিক সোপ দিয়ে হাত-পা ধুয়ে নিন।
কিছু না পেলে সাধারণ সাবান দিয়েই পরিষ্কার করুন। ‘ড্রাই’ করে মুছে নিন।
পারলে অ্যান্টিফাংগাল পাউডার ছড়ান বা মাইক্রোনাইজল, কিটোকোনাজল, লুলিকোনাজল প্রভৃতি ক্রিম লাগান।
তবে না কমলে ডার্মাটোলজিস্টের কাছে যান। তাঁর পরামর্শমতো ওষুধ খান।
বৃষ্টিতে ভেজার পর হাত-পা শুকোতে সহজে শুকোতে হেয়ারড্রায়ার ভাল কাজ দেয়।