19 May, 2024
BY- Aajtak Bangla
অল্প বৃষ্টি হলেই বাড়ে মশার উপদ্রব। সামনে বর্ষা আসছে। মশার জ্বালায় টেকা দায় হয়ে যাবে।
মশা থেকে বাঁচার টিপস দিয়েছেন হায়দরাবাদের হাইটেক সিটি কেয়ার হাসপাতালের মেডিসিনের ডাক্তার রাহুল আগারওয়াল।
প্রাকৃতিক মশানিধন- মশা তাড়ানোর জন্য ইউক্যালিপটাস তেল, নিম তেল, ল্যাভেন্ডার তেল, দারুচিনি তেল মাখতে পারেন।
এই তেল থেকে আসা তীব্র গন্ধ মশাকে দূরে রাখে। ঘর থেকে বের হওয়ার সময় বা ঘুমোনোর আগে এই তেলগুলো শরীরে লাগান।
কর্পূর- এটি মশা তাড়ানোর সেরা উপায়। মশা ও পোকামাকড়কে চারপাশে ঘেঁষতে দেয় না। বাড়িতে কর্পূর জ্বালান। মশা পালাবে।
পোশাক- হালকা রঙের জামাকাপড় পরুন। মশারও রং দেখার এবং চেনার ক্ষমতা আছে।
গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় মশা। তাই গাঢ় রঙের পোশাক পরবেন না।
গাছপালা- মশা কমাতে ল্যাভেন্ডার, গাঁদা বা তুলসীর মতো গাছ লাগান বাড়িতে। মশা ধারেকাছে ঘেঁষবে না।
ঠান্ডা রাখা-যাঁরা বেশি ঘামেন বা শরীর বেশি তাপ উৎপন্ন হয় তাঁদের মশা বেশি কামড়ায়।
শরীর গরম হলে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এই কার্বন ডাই অক্সাইডের গন্ধ মশাদের আকর্ষণ করে।