07 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

জল ঘেঁটে হাত পচে হাজা? ডলে নিন এই তেল; ত্বকে আঁচড়ও লাগবে না

বাড়ি থাকলে জলের কাজ থাকবে স্বাভাবিক। জল ছাড়া কোনও কাজই হয় না, তাই দিনভর জল ঘাটা হয়।

তবে অনেকের বেশি জল ঘাটলে হাত সাদা হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, নখ ক্ষয়ে যায়। এরা দীর্ঘদিন জল ঘাটলে হাতে হাজা বাঁধিয়ে ফেলেন।

হাতে ফাংগাস হয়ে যায়, এই রোগ সারানো সারানো ততোধিক কঠিন। তাই জলের কাজ করার আগে থেকেই কিছু ব্যবস্থা নিয়ে রাখুন।

প্রথমত দীর্ঘ সময় হাতে জল লেগে থাকলে হাজা হতে পারে। তাই হাত ধুয়ে খুব ভাল ভাবে মুছে ফেলাটা খুব জরুরি। যতবার হাত ধোবেন সঙ্গে একটি পরিষ্কার টাওয়াল রাখুন যাতে হাত মুছবেন।

এছাড়া, যে কোনও জলের কাজের আগে ভালো করে নারকেল তেল বা সর্ষের তেল হাতে মলিশ করে নিন। 

সেই তেল ১৫ মিনিট হাতে বসতে দিন, তারপর জলের কাজ শুরু করুন। হাতে আর জল বসতে পারেবে না।

হাত শুকনো হয়ে গেলে কাজের মাঝে আবার একটু তেল লাগিয়ে নেবেন। এভাবে একটু যত্ন নিলে আর হাতে হাজা হবে না।

এছাড়া, কাপড় কাচার সময় মোটা রাবারের গ্লাভস আর বাসন মাজার সময় প্লাস্টিকের ইউজ এন্ড থ্রো গ্লাভস পরুন।

রাতে বা যেসময় জলের কাজ করবেন না হাতের ময়েশ্চারাইজার লাগান। জল ঘাটলেও হাতের ক্ষতি হবে না।