31 OCT 2025

BY- Aajtak Bangla

মাইনে ঢুকতেই জলের মতো খরচ? রইল টাকা বাঁচানোর টোটকা

টাকা আসছে কিন্তু থাকছে কই! ভাবছেন আটকাবেন কীভাবে? রইল টোটকা

টাকা জমাতে গেলে কয়েকটি অভ্যাস ছাড়তে হবে। আবার মেনে চলতে হবে কয়েকটি। 

কিছু কিছু বাস্তু টিপস মেনে চললে উন্নতি কেউ রুখতে পারবে না। 

বাড়ির সদর দরজায় লাল ফিতে বেঁধে রেখে কয়েন ঝুলিয়ে রাখুন, সমৃদ্ধি অনিবার্য। 

মানিব্যাগে নোট ভাঁঝ করে রাখবেন না। এতে অর্থের প্রবাহ থমকে যেতে পারে।

  আর্থিক লাভের জন্য মানিব্যাগে রাখুন ২১টি ধান। 

মানিব্যাগে তামার জিনিস রাখলে সমৃদ্ধি লাভ হবে। 

মানিব্যাগে রাখুন রূপোপ প্রতিকৃতি। সুখ-সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। 

বাস্তুশাস্ত্রের এই টোটকাগুলি মেনে চললে হাতখরচে স্বভাব কমবে। চোখে দেখবেন অর্থ।