04 December 2023
BY- Aajtak Bangla
বিছানার চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর তার রঙ যদি হয় সাদা তা হলে তো কথাই নেই।
তবে কাচার সময় এই তিন টিপস মেনে চললে, সাদা চাদর থাকবে ধপধপে সাদা।
রাতে ঘুমতে যাওয়ার আগে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করএন অনেকেই। ঘুমোনোর সময় তা চাদরে লেগে যায়।
পরে শুকিয়ে গিয়ে চাদরে দাগ হয়। এই দাগ তুলতে কাচার আগে গরম জলে কিছু ক্ষণ চাদর ভিজিয়ে রাখুন। এতে দাগ দূর হবে।
অনেকেই মনে করেন ব্লিচ ব্যবহার করলে সাদা চাদর আরও সাদা থাকবে। কিন্তু তা মোটেই ঠিক নয়। ব্লিচ ব্যবহার করলে হলদেটে দাগ হয়।
চাদর ছিঁড়েও যেতে পারে। তাই ব্লিচ নয়, ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে কাচলে চাদরের রং উজ্জ্বল থাকবে।
শুধু সাদা নয়,যে কোনও রঙের সুতির চাদরই দ্রুত নোংরা হয়। তাই সাদা লিনেন কাপড়ের চাদর ব্যবহার করতে পারেন, এতে নোংরা কম হয়।
এক্ষেত্রে নোংরা হলেও ভাল করে কেচে নিয়ে ড্রায়ারে শুকিয়ে নিলেও এই ধরনের চাদর অনেক দিন টেকে আর চাদরের জেল্লাও বজায় থাকে।