BY- Aajtak Bangla
10th February, 2025
চলছে প্রেমের মাস। চারদিকের সবটাই কেমন রোম্যান্টিক।
এই ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেরই প্রেম জীবনের খাতা খুলবে। কিন্তু পছন্দের মেয়েকে প্রোপোজ করতে গেলেই খেই হারিয়ে ফেলছেন।
কীভাবে প্রোপোজ করবেন আপনার মনের মানুষটিকে। রইল বিশেষ টিপস।
নিজস্ব স্টাইলে প্রোপোজ করুন। যেভাবে মনের কথা বললে নিজেকে সবচেয়ে বেশি কনফিডেন্ট লাগে, সেই পথটিই বাছুন।
যুগ যুগ ধরে মেয়েদের সামনে তাঁদের গুণমুগ্ধরা হাঁটু মুড়ে বসে প্রোপোজ করেই সাফল্য পেয়েছেন। আপনিও সেই পথেই হাঁটতে পারেন।
প্রোপোজ করার অন্যতম সফল উপায় হল, পছন্দের মানুষটিকে কোনও ভাল রেস্তরাঁয় নিয়ে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করান।
পারলে প্রথম যেদিন আপনাদের দু’জনের যেখানে দেখা হয়েছিল, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে গিয়ে প্রোপোজ করুন।
কোনও জনপ্রিয় এফএম বা টিভি চ্যানেলের অনুষ্ঠানে ফোন করে মনের মানুষটিকে প্রোপোজ করুন। যাঁকে প্রোপোজ করতে চান, তাঁকে আগে থেকে ওই অনুষ্ঠান শুনতে বা দেখতে বলে রাখুন।
চা বা কফি ডেটে নিয়ে নিয়ে আড্ডা মারতে মারতেই জানিয়ে দিন আপনার কাছে কতটা বিশেষ তিনি। আর কিছু বলার দরকার পড়বে না।
গান অথবা কবিতার মাধ্যমেও বিশেষ মানুষকে মনের কথা বলতে পারেন। প্রেমিকা একদম ইমপ্রেস।