18 JULY, 2024
BY- Aajtak Bangla
বর্ষা বৃষ্টি অনেক স্বস্তি দিলেও, তা ত্বক ও চুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
বর্ষাকালে অত্যন্ত সচেতন থাকতে হয়, নয় বিভিন্ন সমস্যা দেখা দেয়।
বর্ষার শুরুতেই এক নজরে দেখে নিন, কীভাবে চুলের যত্ন নেবেন এই মরসুমে।
এই সময় চুলে খুশকির সমস্যা হয়। সেইজন্য অ্যান্টি - ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা ভাল।
সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই করুন।
শ্যাম্পু দিয়ে স্নান করার আগে অন্তত ১ ঘণ্টা তেল মাখুন। এতে চুলের উজ্জ্বলতা বজায় থাকবে।
বৃষ্টির জলে চুল ভিজলে, ধুয়ে শুকিয়ে নিন। সম্ভব হলে শ্যাম্পু করে নিন।
বর্ষাকালে স্ট্রেইটনার, কার্লার, হেয়ার ড্রায়ার যতটা সম্ভব কম ব্যবহার করুন।
কখনই ভেজা চুল আছড়াবেন না। এতে চুলের গোঁড়া দুর্বল হয়ে যায়।
বর্ষার জল যতটা সম্ভব চুলে না লাগানোর চেষ্টা করুন।