BY- Aajtak Bangla

ঘরে কৌটোয় রাখা চালে আর পোকা হবে না, রইল ট্রিকস

13 May 2025

ঘরে আমরা চাল কিনে রাখি। কৌটোয় চাল রাখলে অনেক সময়ই দেখা যায় পোকার উপদ্রব। 

চালে পোকা হলে খুব সমস্যা। চাল বাছতে অনেক সময় লাগে।

তাছাড়া চালে পোকা হলে তা খেয়াল না করলে পরে রান্না করে খেলে শরীর খারাপ হতে পারে।

এই ট্রিকস মেনে চললে ঘরে রাখা চালে আর পোকা হবে না। জেনে নিন...

চালের পাত্রে রেখে দিন লবঙ্গ। লবঙ্গের ঝাঁজে পোকারা দূরে থাকে।

চালে পোকা হলে রোদে রেখে দিন। এতে পোকা দূর হয়।

শুকনো নিমপাতা গুঁড়ো করে কাপড়ের পুঁটলির মধ্যে রাখলে চালে পোকা ধরবে না।

চালের পাত্রে শুকনো হলুদ রাখলে পোকা ধরবে না।

চালের পাত্রে কয়েকটি রসুন রাখলে পোকা ধরবে না।