BY- Aajtak Bangla
5 April 2024
চৈত্রের গরমে কাহিল সকলে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন।
গরমে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন। তাই এই সময় বাড়তি যত্ন নিতে হবে।
বড়দের মতো বাচ্চারাও হিটস্ট্রোকের কবলে পড়তে পারেন। তাই শিশুদের সাবধানে রাখতে হবে।
গরমে কীভাবে শিশুদের সুস্থ রাখবেন? জেনে নিন উপায়...
শিশুদের বেশি করে জল খাওয়ান। হাল্কা খাবার খাওয়ান এই সময়।
চড়া রোদে শিশুদের বাড়ির বাইরে বার করবেন না।
শিশুদের হাল্কা সুতির পোশাক পরান। বুকে যাতে ঘাম না জমে সেদিকে খেয়াল রাখুন।
শিশুদের ঠান্ডা ঘরে রাখুন। তবে বেশিক্ষণ এসির মধ্যে রাখবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। ।
শিশুদের বেশি করে রসালো ফল খাওয়ান এই সময়। ।