19 May, 2024

BY- Aajtak Bangla

গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন?

মাছে-ভাতে বাঙালি। আর প্রায় বেশিরভাগ বাঙালিরই কখনও না কখনও গলায় মাছের কাঁটা বিঁধে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। 

গলায় কাঁটা লাগলে তা অত্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতা। 

অনেক সময়ে জোরে কাশলে কাঁটা বেরিয়ে আসতে পারে। 

অনেকে কাঁটা গাঁথলে শুকনো ভাত হাতে করে মন্ড পাকিয়ে গিলে খান। এর ফলে কাঁটা নেমে যেতে পারে। 

পাকা কলা গিলে গিলে খেলেও তার সঙ্গে কাঁটা নেমে যেতে পারে। এটি সাধারণত খুবই কার্যকর একটি পন্থা। 

রুটি থাকলে, সেটিও একইভাবে মন্ড বানিয়ে গিলে খেতে পারেন। 

অনেকে গলায় ভিনিগার ঢেলে দেন। সরু কাঁটা হলে ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড কাঁটা গলিয়ে দিতে পারে। 

কাঁটা যদি অনেক চেষ্টাতেও না নামে, তবে হেলাফেলা করবেন না। 

চিকিৎসকের কাছে যেতে লজ্জা বোধ করবেন না। চিকিৎসকরা চিমটার সাহায্য সহজেই কাঁটা বের করে দিতে পারবেন।