BY- Aajtak Bangla
13 JAN, 2025
শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে লেপ ও কম্বল ব্যবহার করা হয় রাতে শোওয়ার জন্য।
অনেক সময় লেপ ময়লা হয়ে গেলে তা ধোওয়া হয়। তবে সমস্যা শুরু হয় কভার পরাতে গিয়ে।
লেপে কভার পরানো সহজ কাজ নয়। একটু এদিক ওদিক হলেই কভারের মধ্যে লেপ ভাঁজ হয়ে যেতে পারে।
আজ আমরা আপনাকে এই সমস্যা সমাধানের জন্য আকর্ষণীয় কৌশল জানাব। তাতে নিমেষের মধ্যে লেপে কভার পরাতে পারবেন।
প্রথমে কভারটি উল্টে নিন। এরপর কভারের খোলা দিক দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে বন্ধ দিকে দুই কোণের সঙ্গে লেপের লম্বালম্বি দুটি কোণ ধরতে হবে।
এবার কভারের হাত ঝাঁকিয়ে কভারটিকে উল্টে দিয়ে লেপ একদিকে কভারের মধ্যে ঢুকিয়ে নেব।
এবার লেপ ও কভারের কোনও দুটিকে একসঙ্গে ধরে কভারটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা হাতে করে টেনে নামিয়ে নিতে হবে।
এবার অপর প্রান্তের কোণ দুটিকে ধরে আবার ঝাঁকিয়ে নিতে হবে।
তাতেই কভারটি লেপের সঙ্গে পুরোপুরি ঠিক সেট হয়ে যাবে। ব্যস! হয়ে গেল লেপের কভার পরানো।