2 December 2023
BY- Aajtak Bangla
জামার বোতাম ছিঁড়ে গিয়েছে বা ছেঁড়া জামা সেলাই করতে হবে।
সেলাই করাটা খুবই সহজ। কিন্তু মুশকিল কাজটি হচ্ছে ছুঁচে সুই পড়ানো।
কিন্তু এখন সেই সমস্যার সমাধান চলে এসেছে। এবার ৫ সেকেন্ডে বিনা পরিশ্রমেই ছুঁচে সুতো পড়ান।
প্রথমেই একটি দাঁত মাজার ব্রাশ নিয়ে নিতে হবে।
সুতোটিকে সোজাসুজি ব্রাশের উপর রেখে দিতে হবে।
এবার ছুঁচের ছিদ্রটি এমন ভাবে ব্রাশের উপর রাখতে হবে যাতে ব্রাশের লোমগুলি ছিদ্রটির উপরে থাকে।
ছুঁচ সুতোর উপরে এমন ভাবে রাখতে হবে যাতে ছুঁচ ও সুতো সমান ভাবে থাকে।
এবার ছুঁচটিকে একদিক থেকে আঙুল দিয়ে চাপ দিতে হবে।
এমন ভাবে চাপ দিতে হবে যাতে সুতো ছুঁচে ঢুকে যায়।
ছুঁচে সুতোয় ঢুকে গেলে আঙুল দিয়ে সাবধানে টেনে নিতে হবে।
এই সহজ পদ্ধতিতে ছুঁচে সুতো পরিয়ে নিন।