March 27, 2024
BY- Aajtak Bangla
কোনও কারণে আমাদের মাঝে মাঝে জামা বা জামার বোতাম ছিঁড়ে যায়। তাই ছেঁড়া জায়গা সেলাই করতে হয়।
বাড়িতেই অনেকে সেলাই করতে চান। তবে সমস্যাটা হয় ছুঁচে সুতো পরানোর বিষয়টা।
আজ আমরা একটা নতুন ট্রিকস জানাতে চলেছি, যেটা ব্যবহার করে আপনি মাত্র ৫ সেকেন্ডে ছুঁচে সুতো পরাতে পারবেন।
প্রথমেই একটি দাঁত মাজার ব্রাশ নিয়ে নিতে হবে।
এবার পরানোর জন্য নেওয়া সুতোটিকে সোজাসুজি ব্রাশের উপর দিয়ে বিছিয়ে দিতে হবে।
এবার ছুঁচের ছিদ্রটি এমন ভাবে ব্রাশের উপর রাখতে হবে যাতে ব্রাশের লোমগুলি ছিদ্রটির উপরে থাকে।
সুতোর উপরে ছুঁচ এমন ভাবে রাখতে হবে যাতে ছুঁচ ও সুতো সমান ভাবে থাকে।
এবার ছুঁচটিকে একদিক থেকে আঙুল দিয়ে চাপ দিতে হবে।
এখন আপনি ছুঁচটি নীচের দিকে চাপলেই সুতোটি স্বয়ংক্রিয়ভাবে ছুঁচের গর্তের মাঝে চলে আসবে।
ছুঁচে সুতোয় ঢুকে গেলে আঙুল দিয়ে টেনে নিতে হবে। এই কাজটা সাবধানে করতে হবে। তবেই সফল হবেন।
এই সহজ পদ্ধতিতে ছুঁচে সুতো পরিয়ে নিন।