14 April, 2024

BY- Aajtak Bangla

হাত-পা রোগা অথচ ভুঁড়ি বাড়ছে, এই ৭ খাবারে শরীরকে করুন পেটাই

ওজন কমাতে চাইলে সঠিক ডায়েট জরুরি। এজন্য প্রোটিন এবং ফাইবার দরকার।

প্রোটিন সমৃদ্ধ খাবার পেশী গঠন করে। আর ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে করে। কমায় কোলেস্টেরল। 

চিকেন- চিকেনে আছে প্রচুর প্রোটিন। পেশীগঠন করে। সপ্তাহে তিন দিন চিকেন স্টু খান। 

ডিম- প্রতিদিন জলখাবার বা দুপুরে ডিম খান। এতে আছে প্রোটিন ও ভিটামিন ডি।  

ওটস- জলখাবারে খান ওটস। এতে রয়েছে কার্বস। যা পেট অনেকক্ষণ ভরা রাখে। ওজন থাকে নিয়ন্ত্রণে। 

বাদাম- আমন্ড ও চিনাবাদামে আছে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। ওজন কমায়। রাতে ভিজিয়ে সকালে খান। 

দানা- রাজমা, কাবুলি ছোলা, মসুর ডালে থাকে প্রচুর প্রোটিন ও ফাইবার। 

অঙ্কুরিত ছোলা খান। এতে আছে প্রোটিন। এছাড়া ছাতুও খেতে পারেন। পেট ভরা থাকে।  

গ্রিন টি- সকালে ঘুম থেকে উঠেই খান গ্রিন টি। ওজন কমতে বাধ্য। 

ভাত ও রুটি বেশি খাবেন না। রোজ আধ ঘণ্টা ব্যায়াম করুন। ৭ ঘণ্টা ঘুম দরকার। তবেই ওজন কমবে।