15 January 2025

BY- Aajtak Bangla

ফেটে চৌচির হওয়া পা-ও হবে 'মোম'-র মতো, 'মোমবাতি' দিয়ে করুন টোটকা

শীতে এলেই সকলের পা ফাটার সমস্যা বেড়ে যায়। পা ফেটে গেলে খুব কুৎসিত লাগে। 

অনেকেরই অজানা যে, মোমবাতির মোম দিয়ে এই কাজ করলেই পা ফাটার সমস্যা চিরতরে ঘুচবে। এগুলি কীকরে ব্যবহার করবেন? জেনে নিন।

প্রথমে ছুরির সাহায্যে মোমবাতি থেকে মোম কেটে সরিয়ে আলাদা করে রাখুন। তারপর একটা প্যান নিয়ে তাতে মোম দিন। 

এরপর এতে অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। উপরে নারকেল তেল এবং সামান্য হলুদ দিয়ে দিন।  সর্ষের তেলও  দিতে পারেন।

পুরোটা ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটে গেলে বের করে একটি পাত্রে রাখুন। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে স্টোর করুন।

দিনে ২ থেকে ৩ বার এটি লাগান। মোজা পরে ঘুমোলে পা আর্দ্র থাকবে।

এছাড়া, নারকেল তেল এবং সর্ষের তেল অ্যান্টিব্যাকটেরিয়াল যা সংক্রমণ কমায়।

তাই, পায়ের গোড়ালি ঠিক রাখতে এই টিপসগুলি কাজে লাগান।