BY- Aajtak Bangla
16th September, 2024
সামনেই পুজো আসছে। আর এই সময় মেয়েরা শাড়ি পরতে বিশেষভাবে ভালোবাসেন।
আর ব্যাকলেস ব্লাউজ বা একটু ডিপ কাট ব্লাউজ দিয়ে শাড়ি পরলে আপনার থেকে চোখ সরবে না।
কিন্তু বাধ সাধছে পিঠের ট্যান। আর সেটা দূর করার উপায় রয়েছে ঘরের মধ্যেই।
ঘরোয়া কিছু উপায়েই পুজোর আগেই পাবেন চকচকে পিঠ। তাহলে জেনে নিন সেই ঘরোয়া উপায়গুলি।
পিঠে লেবুর রস লাগাতে পারেন। লেবু ঘষে ঘষে পিঠে লাগান এরপর ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ট্যান হালকা করে ও ত্বককে উজ্জ্বল করে।
অ্যালোভেরা জেলও ট্যান দূর করতে খুবই কার্যকর। পিঠে অ্যালোভেরা জেল লাগিয়ে ২০-৩০ মিনিটের জন্য রাখুন। এতেও ট্যান উঠে যায়।
হলুদ গুঁড়োতে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। হলুদ ত্বককে হালকা করার বৈশিষ্ট্য রয়েছে, অন্যদিকে দই ত্বককে ময়েশ্চারাইজ করে। এই পেস্টটি আপনার পিঠে লাগান এবং জল দিয়ে ধুয়ে ফেলার আগে শুকাতে দিন।
পেঁপেতে রয়েছে এনজাইম যা ট্যান এবং মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে। পাকা পেঁপে পেস্ট করে পিঠে লাগান। ধুয়ে ফেলার আগে এটি ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন।
পিঠে লাগিয়ে ফেলুন আলুর রস। এরপর ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলন। এতেও আপনার ট্যান খুব তাড়াতাড়ি উঠে যাবে।