26 April, 2024

BY- Aajtak Bangla

পিঠখোলা ব্লাউজে চোখ টানতে চান সবার? বাধ সাধছে ট্যান, তুলুন এই উপায়ে

অনুষ্ঠান হোক বা যে কোনও পুজো-পার্বন, শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ চাই।

আজকালকার মেয়েরা অধিকাংশই ডিজাইনার ব্লাউজ পরে। এক্ষেত্রে ডিপ নেক আর ডিপ পিঠই বেশি পছন্দ তাদের।

টোনড পিঠ হলেই এই ব্লাউজ সবচেয়ে ভাল লাগে দেখতে। কিন্তু অধিকাংশেরই রোদে বাইরে বেরিয়ে পিঠ পুড়ে যায়।

আসলে মুখ ও হাত-পায়ের ট্যান তুললেও পিঠের ট্যান তুলতে অনেকেই ভুলে যান। আর তাই পিঠের ট্যান তুলতে রইল বিশেষ টোটকা। 

বাটিতে দুই চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও অল্প জল ভালভাবে মেশান। এবার তুলোর সাহায্যে ভাল করে পিঠে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এভাবে বেশ কয়েক দিন করলে উপকৃত হবেন।

পিঠের ট্যান তুলতে চিনি, লেবু ও কলা দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতেও দারুণ ফল মেলে।

চন্দন, টমেটো ও শসা দিয়ে পেস্ট বানিয়ে সেটা পিঠে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর তা জল দিয়ে তুলে দিন। এতেও পিঠ ভাল থাকে।

পিঠের ট্যান দাগ দূর করতে মুসুর ডাল বাটার সঙ্গে দুই চামচ দই ও পরিমাণমতো লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। সপ্তাহে দুদিন করলেই পিঠের ট্যান দূর হবে।