27th July, 2024
BY- Aajtak Bangla
অনেক সময়ই রান্না করতে গিয়ে তা পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম-বেশি সকলেরই আছে।
বড় বড় রাধুঁনিদেরও খাবার পুড়ে যায়। কিন্তু সমস্যা হল খাবার থেকে পোড়া গন্ধ কিছুতেই যেতে চায় না।
হয়ত মাংস করতে গিয়ে নীচটা ধরে গিয়েছে আর আপনি সময় থাকতেই তা নামিয়ে নিয়েছেন।
কিন্তু খাবার থেকে কিছুতেই যাচ্ছে না সেই পোড়া গন্ধ।
তবে এই পোড়া গন্ধ এক নিমেষে দূর হতে পারে যদি এই টিপস মেনে চলতে পারেন।
তাহলে খাবার থেকে পোড়া গন্ধ দূর করার একেবারে সহজ এই উপায় ঝটপট জেনে নিন।
সবার ফ্রিজেই পাউরুটি সবসময়ই থাকে। আর এই পাউরুটি দিয়েই খাবারের পোড়া গন্ধ দূর হবে।
পোড়া গন্ধ দূর করতে ১০ মিনিটের জন্য কয়েক টুকরো পাউরুটি পোড়া খাবারের ওপরে দিয়ে ঢেকে দিন।
১০ মিনিট পরে ঢাকা খুলে পাউরুটির টুকরোগুলো সরিয়ে নিলেই পোড়া গন্ধ একেবারে গায়েব।